১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পাংশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসির মালিককে জরিমানা

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর পাংশা পৌর শহরের স্টেশন রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিতে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ।

    রোববার ৪ সেপ্টেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত  এ অভিযান পরিচালিত হয়। রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান অভিযান পরিচালনা করেন ।

    অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং চিকিৎসকের স্যাম্পল বিক্রির অভিযোগে মেসার্স দাউদ ফার্মেসির মালিক আবু দাউদ হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বিশ্বাস ফার্মেসির মালিক সুধাংশু বিশ্বাসকে পাঁচ হাজার এবং মোল্লা ফার্মেসির মালিক নুরুল ইসলাম মোল্লাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় একই অভিযোগে।

    তিন ফার্মেসীর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে  জানান কাজী রকিবুল হাসান।

    এসময়  পাংশা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়ুবুর রহমান, পাংশা থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলামঅভিযানে সহায়তা করেন ।

    মাহফুজা ৪-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর