১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রসহ পাঁচ জলদস্যু আটক

    নোয়াখালীর হাতিয়ায় মাঝিসহ একটি মাছ ধরার ট্রলার অপহরণের ঘটনায় অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে স্থানীয় জেলেরা।

    শুক্রবার ২ সেপ্টেম্বর ভোরে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মৌলভীর চরের উত্তরে এ ঘটনা ঘটে মেঘনা নদীতে।  আটককৃতদের  কাছ থেকে দুটি ধারালো দা, দুটি লোহার পাত ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

    রাতে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেননি

    পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরে ভোলার দৌলত খাঁ চরপাতা গ্রামের সিরাজ মাঝি আরো ৬জনকে নিয়ে মাছ ধরতে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছিলেন। মৌলভীর চরের কাছাকাছিতাদের ট্রলার  পৌঁছলে ১১ জনের ডাকাতদল তাদের ওপর আক্রমণ করে। পরে ধস্তাধস্তিতে পাঁচ ডাকাত নদীতে পড়ে যায় এবং  অন্য ডাকাতরা সিরাজ মাঝিসহ তার বোটটি অপহরণ করে নিয়ে যায়।

    জলদস্যুদের বহন করা বোটটির নষ্ট হয়ে যাওয়ায় নদীতে পড়ে যাওয়া দস্যুরা পালাতে পারেনি। পরে  আশপাশের জেলেরা তাদের আটক করে অস্ত্রসহ নৌ-পুলিশ ও কোস্টগার্ডের কাছে সোপর্দ করে।

    অপহরণ হওয়া বোটটিসহ মাঝিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। আটক দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর