১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    রায়গঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভানু বেগম (৬৮) নামে এক বৃদ্ধা বালুবাহী ট্রাকের চাপায় নিহত হয়েছেন।

    বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের পাঙ্গাসী বড় ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

    পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া উত্তরপাড়া এলাকার মৃত বেলায়েত হোসেনের স্ত্রী ভানু বেগম ।

    ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু বলেন, আজ সকালে বৃদ্ধা ভানু বেগম হেঁটে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

    হাটপাঙ্গাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রবিউল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হচ্ছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর