২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বাসচাপায় ২ যুবক নিহত, বিক্ষুব্ধ লোকজন বাসে আগুন ধরিয়ে দেন

    মানিকগঞ্জের তরা কালিগঙ্গা সেতুর ওপর বাসচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই যুবক । এতে আরো একজন আহত হয়েছেন । এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ওই বাসে আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করেন আরও কয়েকটি বাস।

    এ দুর্ঘটনাটি মঙ্গলবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঘটে।

    নিহতরা হলেন, কলেজছাত্র জুয়েল মিয়া এবং তার বন্ধু মোটরসাইকেল ব্যবসায়ী মো. আশিকুর রহমান।

    ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত দুজনের বাড়ি ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের তরা কালিগঙ্গা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া এবং তার বন্ধু আশিকুর রহমান। এ ঘটনায় আহত হন তাদের আরেক বন্ধু হাসিবুর রহমান অটুট । তাকে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ লোকজন ওই বাসে আগুন ধরিয়ে দেন এবং সেলফি পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করেন। এসময় পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর