প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা পরিদর্শনে গেছেন ।
মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে সিলেট যান তিনি। সিলেটের বন্যাকবলিত এলাকা হেলিকপ্টারে করে পরিদর্শন করছেন তিনি। সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতিও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
এর আগে গত ২০ জুন বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।
উল্লেখ্য, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা।