মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পরকীয়া প্রেমের অভিযোগে এক গৃহিনীর(২৫) চুল কেটে দিয়েছেন সাবেক এক নারী সদস্য।শুক্রবার ভোররাত ৩টার দিকে বলইবুনিয়া ইউনিয়নের কিচমতজামুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা গৃহিনীর স্বামী বিদেশ থাকেন। তার ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
ঘটনার সময় পরিস্থিতির শিকার ওই গৃহিণী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে তাকে রক্ষার অনুরোধ জানান। মোরেলগঞ্জ থানা পুলিশ ভোররাত ৫ টার দিকে ঘটনাস্থলে পৌছে নির্যাতিতা গৃহিনীকে উদ্ধার করে।
একই সাথে তার চুল কেটে দেওয়া ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মনজিলা বেগমকে(৫০) ও তার ছেলে রিয়াদ খানকে(২৬)আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গভীররাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি যাচাই-বাছাই করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।