৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    আ. লীগ নেতা হত্যা মামলায় যাবজ্জীবন ৭ জনের

    লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আহসান উল্যাহকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় ৭ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

    রায় ঘোষণার সময় সুমন নামে এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। আর বাকিরা পলাতক।

    সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মুরাদ, জাকির হোসেন, রিপন, নিশান, কামাল ও আলমগীর।

    নিহত আহসান উল্যাহ সদরের বশিকপুর ইউনিয়নের নন্দী গ্রামের বাসিন্দা ছিলেন। এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

    আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ জুলাই রাতে পোদ্দার বাজারে হাবিবুল্লাহর দোকানে ফল বিক্রি শেষে বাড়িতে যাচ্ছিলেন আহসান। এ সময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় নিহতের ছেলে মো. আলম বাদী হয়ে মামলা করেন। পরে ২০১৫ সালে ২৬ জুন ৭ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে সাত আসামিকে যাবজ্জীবন ও অর্থদণ্ডের রায় দেন বিচারক।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর