২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তিনজন নিহত

    যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড এ  বন্দুক হামলায় মারা গছেন তিনজন। এ সময় আহত হন তিন জন। বৃহস্পতিবার  স্থানীয় সময় দুপুর আড়াইটার মেরিল্যান্ডের উত্তরাঞ্চলের স্মিথসবার্গের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

    ওয়াশিংটন কাউন্টি শেরিফের অফিস খবরটি নিশ্চিত করেছে। এক সংবাদ সম্মেলনে ,কাউন্টি শেরিফ ডগলাস মুলেনডোর জানান, সন্দেহভাজন ওই হামলাকারী বয়স ২৩ বছর এবং পশ্চিম ভার্জিনিয়ার বসিন্দা।  কলম্বিয়া মেশিনে কাজ করতেন ওই তরুণ।  তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি সন্দেহভাজন ওই তরুণ সম্পর্কে ।হামলায় একটি আধা-স্বয়ংক্রিয় হ্যান্ডগান ব্যবহার করা হযয়েছে  বলেও জানান তিনি।

    কলম্বিয়া মেশিন নামের এই কারখানা একশটিরও বেশি দেশে গ্রাহকদের কংক্রিট পণ্য সরঞ্জাম সরবরাহ করে ।

    যুক্তরাষ্ট্রে  সম্প্রতি কয়েক দফা বেড়ে গেছে বন্দুক হামলা । এসবের পেছনে করোনা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং ২০২০ সালে রাজনৈতিক সহিংসতা অন্যতম কারন  হিসেবে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। এ বছরে  দেশটিতে ১১০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

    মাহফুজা  ১০

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর