২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সড়ক দুর্ঘটনায় জয়পুরহাটে নিহত ২

    জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর এলাকার আলমপুর মোড়ে পিকআপভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন দুজন ।

    মঙ্গলবার (৭ জুন) রাতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী ।

    নিহতরা হলেন- ক্ষেতলাল উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাহাদুল (২৮), বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিদ্দিপুর গ্রামের মদন কামারের ছেলে শ্যামল বৈরাগী (৩২)।

    পুলিশ ও স্থানীয়রা জানান, রাত পৌনে ১০টার দিকে মোলামগাড়ী-দুপচাঁচিয়া সড়কের ক্ষেতলাল উপজেলার শিবপুর বাজার থেকে মধুপুর বাজার যাওয়া পথে একটি মুরগীবাহী পিকআপভ্যান একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর