খুলনায় যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন দুজন । এ ঘটনায় আরও ৭-৮ জন আহত হয়েছেন ।
বুধবার (০১ জুন) সকালে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান ও মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৭-৮ জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, ঘটনাস্থলে দুই ব্যক্তি মারা গেছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।