কাউসার গাইন (২৭) নামে এক মৌয়াল সুন্দরবনের নোটাবেকি এলাকায় বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে নিহত কাউসার গাইন ।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের স্টেশন কর্মকর্তা নুরু আলম রোববার (২২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমরা শুনেছি কাউসার নামের এক মৌয়াল ইন্ডিয়ার পাড়ে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে শনিবার বিকালে নিহত হয়েছে। তবে তার লাশ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, বৈধ পাস নিয়ে গত বৃহস্পতিবার সুন্দরবনের মধু আহরণে যান মৌয়াল কাউসার। শনিবার (২১ মে) নোটাবেকি খাল এলাকায় মধু আহরণ করার সময় হঠাৎ বাঘের আক্রমণের শিকার হন। তবে এখনও তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।