রাজবাড়ীতে মো. আব্দুল্লাহ মিয়া (৪০) নামে এক স্কুল শিক্ষকের বাসচাপায় মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনা রোববার (২২ মে) দুপুরে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাঘমারা নামক স্থানে ঘটে।
নিহত আব্দুল্লাহ মিয়া রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামের মো. বজলুর রহমান মিয়ার ছেলে ও বার্থা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ধর্মীয়) ছিলেন।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ‘বিদ্যালয়ে পাঠদান শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুল্লাহ মিয়া। বাগমারা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী ডিলাক্স পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।