১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বরগুনায় পৌর সুপার মার্কেটে দুইশরও বেশি দোকান আগুনে পুড়লো

    মঙ্গলবার (১৭ মে) রাত ১২টার দিকে বরগুনায় পৌর সুপার মার্কেটের পেছনের গলিতে আগুন লাগে। বরগুনা পৌর সুপার মার্কেটের পেছনের গলিতে আগুন লেগে দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

    ফায়ার সার্ভিস বরগুনা স্টেশনের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেl আগুনের তীব্রতা বেশি হওয়ায় বেতাগী পাথরঘাটা ও আমতলী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট আসে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

    একজন ব্যবসায়ী জানান, রাত ১১টার পর দোকান বন্ধ করে বাসায় যান তিনি। এসময় মার্কেটের পেছনের গলিতে আগুনের খবর পেয়ে তিনি ছুটে গিয়ে দেখেন তার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে থাকা প্রায় র অর্ধ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

    বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান, এ অগ্নিকাণ্ডে প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর