শিশুসহ সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় গাড়ির ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। আরো তিন জন এ ঘটনায় আহত হয়েছে ।
বুধবার (১৮ মে) বেলা ১১টায় উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুসহ দুই জন নিহতরা হলেন, উপজেলার সয়দাবাদ ইউপির সদানন্দপুর গ্রামের নাজমুল হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকা (৬) ও অজ্ঞাত এক নারী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত গাড়ি মুলিবাড়ি চেকপোস্টে যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা ৫ যাত্রীর মধ্যে শিশুসহ দুইজন নিহত হয়। আহত হয় তিন জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বঙ্গবন্ধু পশ্চিম সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।