১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পদত্যাগ করলেন  ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

    পদত্যাগ করলেন ভারতের  ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আজ শনিবার  তিনি  পদত্যাগপত্র জমা দেন ত্রিপুরার গভর্নর এসএন আরিয়ার কাছে।  বিপ্লব দেব কেন বিধানসভা ভোটের এক বছর আগে  পদত্যাগ করলো  এ নিয়ে  ত্রিপুরাসহ ভারত জুড়ে চলছে আলোচনা।

    জানাগেছে  বিপ্লব দেব  রাজভবনের বৈঠকের পরই  পদত্যাগের ঘোষণা দেন। তা হলে  রাজভবনের বৈঠকে এমন কি ঘটলো যে বিপ্লব পদত্যাগ করলো এমন প্রশ্ন রাজনৈতিক নেতাদের মুখে।

    বেশ কিছুদিন ধরে গুজব উঠে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে  বিজেপির মধ্যে।  এরমধ্যে পদত্যাগ নানা প্রশ্নের জন্মদিয়েছে। তা হলে কি আসলেই বিজেপির  মধ্যে অভ্যন্তরীণ  কোন্দল  চলছে।

    অবশ্য  বিপ্লব দেব সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে , দলের  তার অবস্থান আরো দৃঢ় করতে দায়িত্ব দিবে দল। কোন কোন্দল নয়।

    বিপ্লব দেব  প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ২০১৮ সালের ৯ মার্চ।  ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পরই  প্রথম বার মুখ্যমন্ত্রী  হন  বিপ্লব দেব। দশ মাস আগেই  পদত্যাগ করলো সে। কারণ এখনো অজানা রয়ে গেলো।

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর