২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    রনিল শ্রীয়ান বিক্রমাসিংহে হচ্ছেন শ্রীলঙ্কার নয়া প্রধানমন্ত্রী

    ইউনাইটেড ন্যাশনাল পার্টির দলনেতা রনিল শ্রীয়ান বিক্রমাসিংহে হচ্ছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী।   শ্রীলঙ্কার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শপথ  নিবেন বলে জানা গেছে।এর আগে বুধবার রনিল  বিক্রমাসিংহে দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসের সঙ্গে রূদ্ধদ্বার বৈঠক করেন।

    ডেইলি মিরর জানিয়েছে,রনিল বিক্রমাসিংহে  শপথ নেওয়ার পর কলম্বোর একটি মন্দিরে যাবেন। এরপরই তিনি তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন।

    সোমবার টানা বিক্ষোভের মুখে  পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।ওই দিন সন্ধ্যায় বিক্ষোভকারীদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জন নিহত ও দুই শতাধিক আহত হয়। যারা সহিংসতা করবে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেয়া হয়। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের হামলা থেকে বাঁচাতে পরে মাহিন্দাকে নৌবাহিনীর একটি ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। এত কিছুর পরও ক্ষমতা ছাড়েনি প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর