কৃষ্ণ সাগর উপকূলীয় ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে। এতে শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (২৩ এপ্রিল) রুশ সেনাবাহিনী ইউক্রেনের ওই এলাকার আবাসিক ভবনে বেশকিছু ক্রুজ মিসাইল ছুঁড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খবর নিউ ইয়র্ক পোস্টের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে।
পবিত্র শনিবারের ইস্টার্ন অর্থোডক্স পর্যবেক্ষণের সময় হওয়া ওই হামলা নিয়ে টেলিগ্রামে দেয়া এক বার্তায় ইয়ারমাক বলেন, শয়তানের শাস্তি হবেই।
বিবিসির এক ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার পরপরই ১৪ তলা ওই আবাসিক ভবন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং মাথায় আঘাতপ্রাপ্ত আহতদের উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা।