সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল এলাকায় উমর আলী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন।
তিনি পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। উমর আলী তেলিখাল ভাটিপাড়ার মৃত নজির আহমেদের ছেলে।
রোববার (১৭ এপ্রিল) রাতে তেলিখাল পেট্রোল পাম্পের পাশে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে তিনি কোম্পানীগঞ্জ থানাবাজার থেকে নিজ গ্রাম তেলিখালের দিকে যাচ্ছিলেন। পথে পেট্রোল পাম্পের পাশে ট্রাক্টরটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।