৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পটুয়াখালীতে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    পটুয়াখালীতে মো. ইউসুফ মৃধা (৫৫) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্য রাতে তাকে রক্তাক্ত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই রাতেই পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল্লাহ্ ঘটনাস্থল পরিদর্শনে খুনের আলামত সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মো. মনিরুজ্জামান। নিহত ইউসুফ জেলা শহরের পশ্চিম প্রান্তে এক নম্বর ব্রিজ-সংলগ্ন বাজারে ঈশিতা ফার্মেসি নামের একটি ওষুধের দোকানের মালিক ছিলেন।তার মেয়ে ইসরাত জাহান ঈশিতা জানান, শুক্রবার রাত ১১টা বাজলেও ইউসুফ বাড়িতে না ফিরলে তার ব্যবহৃত ফোনে কল দেয় তারা। এ সময় মোবাইল বন্ধ পেলে খুঁজতে বেড় হয় মা-মেয়ে। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মুন্সি বাড়ির কাছে একটি মুগডাল ক্ষেতে তারা ইউসুফকে ক্ষত-বিক্ষত ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে তাৎক্ষণিক তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

    নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম জানান, তাদের পৈতৃক ও কেনা সম্পত্তি নিয়ে একই বাড়ির লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছে। কেনা জমিতে বসতঘর উঠাতে গেলে একই বাড়ির মজিদ মৃধা, মোতালেব মৃধা, শাহআলম মৃধা ও শানু মৃধা বাধা দেয়। যে ঘটনায় স্থানীয়রা একাধিকবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। জমি-সংক্রান্ত বিরোধের ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল শনিবার। কিন্তু এর আগেই তার স্বামীকে মেরে ফেলা হয়েছে। স্ত্রীর ধারণা, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ তার স্বামীকে খুন করেছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর