২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্রে করোনার নতুন ঢেউ আঘাত হানার শঙ্কা

    যুক্তরাষ্ট্রে আবারও করোনা মহামারির নতুন ঢেউ আঘাত হানতে পারে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. স্টুয়ার্ট ক্যাম্পবেল রে এই আশঙ্কার কথা জানিয়েছেন।

    গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ নিম্নমুখী। তবে অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২ নতুন  করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা সৃষ্টি করছে।

    ড. স্টুয়ার্ট ক্যাম্পবেল বলেন, ‘আমরা জানি না এই পর্বত (সংক্রমণের) কতটা উঁচু হবে।’

    বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, বিএ.২ সাব-ভ্যারিয়েন্টটি ৩০ শতাংশ বেশি সংক্রামক বলে মনে করা হচ্ছে।  আগামী সপ্তাহগুলোতে সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলো রোগীর চাপ বাড়বে। আগের সংক্রমণ ঢেউয়ের তুলনায় এবারের ঢেউ অনেক বড় হতে পারে। কারণ বিপুল সংখ্যক মানুষ বাড়িতেই তাদের করোনা শনাক্ত পরীক্ষা করছে এবং এর ফলে সংক্রমণের প্রকৃত চিত্র জানা যাচ্ছে না।

    তারা জানিয়েছেন, ইতোমধ্যে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ১৪ এপ্রিল পর্যন্ত সাত দিনের সংক্রমণের গড় ছিল ৩৯ হাজার ৫২১। এর আগের সপ্তাহে এই গড় ছিল ৩০ হাজার ৭২৪।

    স্ক্রিপ্টস রিসার্চ ট্রান্সলেশনাল ইনস্টিটিউটের প্রধান ড. এরিক টপল বলেন, এই সংখ্যাটি সম্ভবত গতবারের ভয়াবহ উচ্চতায় না পর্যন্ত শেষ হবে না। বিএ ২ মার্কিন যুক্তরাষ্ট্রেও একই প্রভাব ফেলতে পারে যেমনটি ইজরায়েলে ছিল, যেখানে সংক্রমণ হঠাৎ করেই বেড়ে গিয়েছিল।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর