কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে হায়দরাবাদ এলাকায় মাদককারবারির গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকারের বাড়িতে সান্ত্বনা দিতে গেলেন পুলিশ সুপার গোলাম ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া থানার ওসি।পুলিশ কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে সাংবাদিক মহিউদ্দিন সরকারের বাড়ি গিয়ে তার অসুস্থ বৃদ্ধ বাবা মোশাররফ হোসেন ও মা নাজমা বেগমকে সান্ত্বনা দেন। এ সময় তারা পুলিশ কর্মকর্তাদের কাছে ছেলে হত্যার বিচার চান।
গত বুধবার রাত সাড়ে ৯টায় জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী হায়দরাবাদ এলাকায় চোরাকারবারি রাজুর ছোড়া গুলিতে নিহত হয়েছেন সাংবাদিক মহিউদ্দিন সরকার।