১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ভরিতে সোনার দাম বাড়লো  ১৭৫০ টাকা

    বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশে সোনার দাম পুন:নির্ধারণ করেছে । এতে প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২২৪ টাকা থেকে বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা ।

    সোমবার (১১ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে।

    বাজুস জানায়, স্থানীয় বুনিয়ন মার্কেটে সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে।

    নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৮ হাজার ৮৪৯ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৫ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৪ হাজার ৫৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার ৫৩ হাজার ৮২৯ টাকায় বিক্রি হবে।

    তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা বিক্রি হবে।

    সোমবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৭ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৩ হাজার ৬০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৩ হাজার ১০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার ৫২ হাজার ৬০৫ টাকায় বিক্রি হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর