টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে গলায় রশি পেঁচিয়ে ঘুমন্ত স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) স্বামী মো. ইয়াসিন (২০) কে আটক করেছে ।
সোমবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।
আটক মো. ইয়াসিন রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা কালু হাজীর ছেলে এবং নিহত স্ত্রীর নাম পারভীন আক্তার (১৮)। সে একই ব্লকের বশির আহমেদের মেয়ে।
এসপি তারিকুল জানান, রোববার দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে তার স্বামী। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ১৬ এপিবিএনের সদস্যরা গিয়ে ঘাতক ইয়াসিনকে আটক করে এবং পারভীনকে হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক স্বামীর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।