বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী । এ সময় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও চারজন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) রাতে শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়নের তিনপুকুর এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, শাজাহানপুর উপজেলার শ্মশানকান্দি উত্তরপাড়রি পুতুলী আক্তার (২৫) ও আব্দুল্লাহেল বাকী (৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুরের মাদলা থেকে অটোরিকশাটি ৬জন যাত্রী নিয়ে গাবতলীর বাগবাড়ী যাচ্ছিলো। তিনপুকুর এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত দুইজনের লাশ হাসপাতালের মর্গে আছে। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক হেলপার পালিয়েছে।