আজ শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। জাতীয় পরিষদ পুনর্বহাল ও অনাস্থা ভোট সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে বিপাকে পড়ায় তিনি ভাষণ দেবেন।
জিও নিউজ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৯ মিনিটে টুইটারে ইমরান খান বলেন, ‘আমি শুক্রবার মন্ত্রিপরিষদের বৈঠক ডেকেছি। আমাদের সংসদীয় কমিটির বৈঠকও ডাকা হয়েছে। সন্ধ্যায় (শুক্রবার) আমি জাতির উদ্দেশে ভাষণ দেব।’
তিনি আরও বলেন, জাতির কাছে আমার বার্তা-আমি সব সময়েই পাকিস্তানের জন্য শেষ বল পর্যন্ত খেলেছি, এবং ভবিষ্যতেও খেলবো।
এর আগে গতকাল সরকারের আইনবিষয়ক টিমের বৈঠকে ইমরান বলেছিলেন, আমরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নেব। পিটিআই যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেব না।
সূত্র: জিও নিউজ