পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পর সোমবার সাধারণ মানুষের সঙ্গে একটি প্রশ্ন-উত্তর অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ইমরান খান।
এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ইমরান।আর এ অনুষ্ঠানে ইমরান খান বলেছেন, বিদেশীদের দাসত্ব করার চেয়ে মৃত্যু ভালো।
মূলত বিদেশী ঋণ নেওয়ার বিষয়টি নিয়ে এমন মন্তব্য করেছেন ইমরান খান।এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি পাকিস্তানের জনগণকে বলতে চেয়েছি, শুধুমাত্র বিদেশীদের কাছ থেকে ঋণ নেওয়ার তাদের দাসত্ব করা যাবে না।
যদি শুধুমাত্র ঋণ নেওয়ার কারণে দাসত্ব করতে হয় তাহলে এর চেয়ে মৃত্যুও ভালো।এদিকে ইমরান খান দাবি করেছেন, বিদেশীদের সহায়তা নিয়ে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিল বিরোধী দলগুলো।
ইমরান খান দাবি করেছেন, তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে ২০ বিলিয়ন রুপির লেনদেন হয়েছে।এ ব্যাপারে ইমরান খান বলেন, শুধুমাত্র ২০ বিলিয়ন রুপির বিনিময়ে সরকারের পতন ঘটানো যায় এ বিষয়টির অবসান চেয়েছি আমি।
তিনি আরও বলেন, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য, এটি গণতন্ত্রকে হত্যা করার সমতুল্য।
সূত্র: দ্য ডন অনলাইন