শাহীন (৩৫) নামে এক যুবক বাগেরহাটের মোংলায় বন্ধুর বউকে বিয়ে করে খুন হয়েছেন । সোমবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শাহীন ছাড়াবাড়ি এলাকার মো. একরামুল হকের ছেলে। সে মোংলা পোর্ট এলাকায় জাহাজের শ্রমিক হিসাবে কাজ করতেন।
পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তির নাম মারুফ (৩৫)। তিনি শাহীনের বন্ধু। তার বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়।
শাহিনের বড় বোন খাদিজা বেগম বলেন, ‘প্রায় দেড় বছর আগে মারুফের তালাক দেয়া স্ত্রী নাদিরাকে বিয়ে করে শাহীন। এরপর থেকেই বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল মারুফ। সেই বিরোধের জেরেই আমার ভাইকে খুন করেছে মারুফ।’
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই শাহীনের মৃত্যু হয়েছে। তার পেটে বড় ধরনের ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।’
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, ‘মারুফ নামে এক কাঠমিস্ত্রির সঙ্গে শাহীনের বন্ধুত্ব ছিল। যাওয়া আসার সুযোগে বন্ধুর স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করে শাহীন। এরপর থেকে শুরু হয় দুই বন্ধুর মধ্যে শত্রুতা। এই ঘটনার জেরেই শাহীন খুন হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। মারুফকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’