২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ভাই হত্যা: সাবেক সাংসদ পুত্রের বহাল রয়েছে মৃত্যুদণ্ড

    জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য করিমউদ্দীন ভরসার এক ছেলেকে গুলি করে হত্যা মামলায় আরেক ছেলেকে বুধবার (২৩ মার্চ) বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে নির্ধারিত দিনে মৃত্যুদণ্ড বহালের রায় দেন।

    আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

    এর আগে, গতকাল জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য করিমউদ্দিন ভরসার এক ছেলে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ছেলের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।

    ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম জানান, ২০০৯ সালের ২৮ এপ্রিলে রাজধানীর বিজয়নগরে নিউ এইচ টোব্যাকোর কার্যালয়ে করিম উদ্দিন ভরসার এক ছেলে খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে গুলি করে হত্যা করেন আরেক ছেলে কবিরুল ইসলাম ভরসা। এ ঘটনায় পল্টন থানায় খায়রুলের স্ত্রীর বড় ভাই মামলা করেন। এ মামলায় বিচার কার্যক্রম শেষে ২০১৬ সালের ১১ এপ্রিল ঢাকার ৪র্থ মহানগর দায়রা জজ আদালত কবিরের মৃত্যুদণ্ডাদেশ দেন।

    পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। এ মামলায় কবির পলাতক রয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর