সোমবার (১৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরোধিতা করায় ৭৫০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
ওভিডি-ইনফো নামের একটি মনিটরিং গ্রুপ জানায়, রাশিয়ার ৩৭টি শহর থেকে কমপক্ষে ৭৫৬জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এদের অর্ধেকই মস্কো থেকে গ্রেফতার হয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ওভিডি-ইনফোর তথ্যমতে, ১৪ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৭০ জনের বেশি বিক্ষোভকারীকে রিমান্ডে নেয়া হয়েছে।