ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় আতশবাজিসহ দুই কারবারিকে আটক করেছে আউলিয়া বাজার তদন্তকেন্দ্রের পুলিশ।শনিবার (১২ মার্চ) ভোর সাড়ে ৪টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত আব্দুল্লা মৃধার ছেলে সালাউদ্দীন মৃধা (৩৯) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বর দুলিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে ফারুক মিয়া (৪২)।
আউলিয়া বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ সামছুল আলম বলেন, রাত্রিকালীন ডিউটি করার সময় ভোর রাতে পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অভিযানে পিকআপ ভ্যানে থাকা ৩১ কার্টুন ও ১৬ বস্তা অবৈধ ভারতীয় বিভিন্ন রকম আতশবাজিসহ দুই জনকে আটক করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাছান বলেন, আটককৃত আতশবাজির আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।