২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বাজার সিন্ডিকেটের কারসাজি  নিয়ন্ত্রণ যোগ্য -ইনু

    নিত্যপণ্যের উৎপাদন ভাল, বাজারে সরবারাহ ভাল। আমদানিতেও কোন সমস্যা নাই সুতারাং নিত্য পণ্যের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিটা দুর্নীতিবাজ বাজার সিন্ডিকেটের কারসাজি বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু । আজ শুক্রবার সকালে সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ অসুস্থ আতম সালেহের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সব কথা বলেন তিনি।ইন আরো বলেন, সরকারের কর্তা ব্যাক্তিদের দায় এড়ালে চলবে না, সরকারকেই বাজার নিয়ন্ত্রণ করতে হবে।’

    তিনি আরো বলেন,’ সরকারের কর্তা ব্যক্তিদের দায়িত্বজ্ঞানহীন উক্তি বন্ধ করুন। দায়িত্ব নিন, দুর্নীতির সিন্ডিকেটকে ধংস করে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব।’

    তিনি বলেন,’  নিত্যপণ্যের দাম বাড়ায় আমি নিন্দা করছি। আমি মনে করি এটা বাজার সিন্ডিকেটের কারসাজি এটা নিয়ন্ত্রণ যোগ্য। এবং নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা সম্ভব। সেই সাথে বলতে চাচ্ছি সামনে রোজাকে কেন্দ্রে করে প্রয়োজনীয় নিত্যপণ্য আমদানি হয়ে গেছে। সুতারাং সেই নিত্য পণ্যের দাম বাড়ানোর কোন যুক্তি নাই।’

    তিনি বলেন, গণতন্ত্রের বাগান থেকে রাজাকারদের ও অর্থনেতির ঘর থেকে দুর্নীতিবাজদের বিতারিত করার মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক শান্তি আসবে। যারা নির্বাচনের কথা বাদ দিয়ে সরকার উৎখাতের প্রস্তাব দিচ্ছে তারা ছদ্মবেশে ভূতের সরকার, অস্বাভাবিক সরকার ও চক্রান্তের সরকার ক্ষমতায় আনার পায়তারা করছে।’

    এসময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের সভাপতি এনামুজাম্মান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.রুহুল তুহিন প্রমুখ।

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর