১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    কিশোরী ধর্ষণ মামলায় বগুড়ায় একজনের যাবজ্জীবন

    সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ায় কিশোরী ধর্ষণের দায়ে আবদুস সামাদ প্রামানিক (৬০) নামে এক দোকানির  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন একই সঙ্গে তাকে এক লাখ টাকা

    জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    দণ্ডপ্রাপ্ত আবদুস সামাদ বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার দক্ষিণপাড়ার বাসিন্দা । তিনি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিতি ছিলেন।

    মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালের ৭ জুলাই ওই কিশোরী নিত্যপণ্য কিনতে আবদুস সামাদের দোকানে যায়। এ সময় তিনি কৌশলে কিশোরীকে তার

    বাড়িতে পান পৌঁছে দিতে পাঠান। ফেরার পথে তাকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন আবদুস সামাদ। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ওই বছরের ১৩ জুলাই কাহালু থানায় একটি মামলা করেন।

    তদন্ত শেষে কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বড়ুয়া গত বছরের ২৭ সেপ্টেম্বর আবদুস সামাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে

    আদালত আবদুস সামাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) আশিকুর রহমান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন লুৎফর রহমান প্রামানিক।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর