১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    রাশিয়ার ইউক্রেন আক্রমনে সরকার ভর্তূকি দিয়ে বাজার নিয়ন্ত্রনে রাখবে- বাণিজ্যমন্ত্রী (ভিডিওসহ)

    ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে বিশ্ববাজারে তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যেও মূল্য বৃদ্ধি পেলে সরকার ভর্তূকি দিয়ে বাজার নিয়ন্ত্রনে রাখবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি।  শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে মাসব্যাপী সিরাজগঞ্জ এসএমই ও বাণিজ্য মেলার উদ্বোধণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

    এ সময় মন্ত্রী আরো বলেন, ক্রয় ক্ষমতায় রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের ১ কোটি নিন্ম আয়ের মানুষের মাঝে টিসিবির মাধ্যমে তেলসহ নানা ধরণের পণ্য দেয়া হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্যর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভির ইমাম, বেলকুচি ও চৌহালী আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান,সাধারণ সম্পাদক, আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর