ফাল্গুনের প্রথম সপ্তাহেই ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আকষ্মিক শিলাবৃষ্টিপাতে ক্ষতির মুখে পরেছেন কৃষকরা। সোমবার বিকেলে উপজেলার রুহিয়া, মন্ডলারধাম, ঘনিমহেশপুর, রাজগাঁও এবং কুজশহর এলাকার উপর দিয়ে আকষ্মিক দমকা হাওয়ার সাথে শিলাবৃষ্টি বয়ে যায়।
বৃষ্টিপাতের সাথে শিল পড়ে গম, ভুট্টা ও আলুর ক্ষেত নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়াও শিলের আঘাতে আম ও লিচুর মুকুল ঝড়ে পরেছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা।
রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, হঠাৎ শিলাবৃষ্টিতে গম, ভুট্টা, মরিচসহ বিভিন্ন ফসলের কিছু ক্ষতি হয়েছে। এটা নিরূপন করা হচ্ছে বলে জানান তিনি।