২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত্যু ১১ নবজাতকের

    সেনেগালে একটি সরকারি হাসপাতালে আগুন লেগে মৃত্যু হয়েছে ১১ নবজাতকের । এক টুইট বার্তায় দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি একথা জানান।

    বৃহস্পতিবার (২৬ মে) সংবাদ মাধ্যম জানায়, সেনেগালের রাজধানী ডাকার থেকে প্রায় ৭৫ মাইল পূর্বে টিভাউয়ান শহরের আঞ্চলিক হাসপাতালে আগুন লাগে।  তবে এ বিষয়ে তাৎক্ষনিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফায়ার সার্ভিস।

    টিভাউয়ান শহরের মেয়র ডেম্বা দিওপ বলেছেন, ‘আগুন থেকে তিনটি শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে।’

    দেশটির একজন রাজনীতিবিদ ডিওপ সি জানান, ‌শর্ট সার্কিটের কারণে এই হাসপাতালটিতে আগুন ধরে।  মুহূর্তে তা পুরো হাসপাতালে ছড়ি পরে।  ফলে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

    প্রেসিডেন্ট মেকি সেলি বলেন, ‌আব্দু আজিজ সাই ডাবাক হাসপাতালে আগুনে ১১ নবজাতকের মৃত্যুর খবর আমি জানতে পেরেছি।  এ ঘটনায় মারা যাওয়া প্রতিটি শিশুর পরিবারের সদস্যদের আমি সহানুভূতি জানাচ্ছি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর