কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম। বুধবার দুপুরে কদমতলী মডেল টাউন এলাকায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরনকালে তিনি ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান প্রদান করেন। ঢাকা জেলা পুনাকের (পুলিশ নারী কল্যান সমিতি) উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী রেজওয়ানা রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম, কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এড: জাকির হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়। সঠিক শিক্ষা ও পরিচর্যা পেলে এরাও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সক্ষম হয়। সমাজের বিত্তবানদের উচিত যার যার অবস্থান থেকে এসব শিশুদের পাশে দাড়ানো। ঢাকা জেলা পুলিশ যে কোন প্রয়োজনে এই বিদ্যালয়ের পাশে থাকবে।