বৃহস্পতিবার (২ নভেম্বর, ২০২৩) সকালে উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার বলেন, দুর্বৃত্তরা সকাল ৭টার দিকে উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের গাড়িতে আগুন দেয় । পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যাত্রীবেশে কয়েকজন ওই গাড়িতে ওঠে। এরপর পেছন থেকে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বাসে ১০-১২ জন যাত্রী ছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।