২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।হাসপাতালে ভর্তি আছে ১০ হাজার

    আলোচিত খবর : দিন যতই যাচ্ছে ডেঙ্গুর আক্রান্ত সংখ্যাও তেমনি বাড়ছে। ভয়াবহ রূপ নিয়েছে ঢাকাসহ সারাদেশে। যদিও এবছরই ঢাকার বাইরে এত ডেঙ্গু রোগী ধরা পড়েছে।

    প্রতিদিনই হাসপাতালে মৃত্যুর মিছিল। নেই হাসপাতালের সিট খালী। তবুও ঢাকার বাহির থেকে আসছে রোগী। যদিও স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে স্থানীয় ভাবে চিকিৎসা নিতে বলা হচ্ছে। কিন্তু জেলা কিংবা বিভাগীয় শহরে আশানুরূপ চিকিৎসা সেবা না পেয়ে বেশিরভাগই ঢাকা মুখি হচ্ছে।

    বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১০ হাজার ১০২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি তিন হাজার ৮১৪ জন। অন্যরা ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৩ হাজার ৭৯৫ জন।

    বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৬২ হাজার ৮৪৭ জন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর