২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    নাবলুস শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে নিহত ১০ ফিলিস্তিনি

    নাবলুস শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি মারা গেছেন। এই অভিযানে আহত হন আরও শতাধিক ফিলিস্তিনি।

    বুধবার স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্থানীয় সময় সকাল ১০টায় শহরটিতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এবং সেখানে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

    অভিযানের শুরুতেই শহরের সব প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়। মূলত এক ফিলিস্তিনি যোদ্ধার বাড়ি ঘেরাওকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হয়।

    আল জাজিরা বলছে, নাবলুসে লায়ন্স ডেন নামের একটি সশস্ত্র দলের যোদ্ধা হোসাম ইসলিম এবং মোহাম্মদ আব্দুল ঘানিকে গ্রেপ্তার করতে আসে ইসরায়েলি বাহিনী। তারা দু’জনই গুলিতে মারা গেছেন।

    নিহতদের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের একাধিক সদস্য ও জ্যেষ্ঠ নাগরিকও আছেন।

    ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নাবলুসে ইসরায়েলি সৈন্যদের অভিযানে ১০২ জন আহত হন যারা  বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

    ইসরায়েলি সেনারা বুধবার নাবলুসে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে অভিযান পরিচালনা করে । তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন সাধারণ ফিলিস্তিনিরা এবং  তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া হয়।

    ইসরায়েলি সৈন্যদের এই সহিংস অভিযানের প্রতিবাদে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো ধর্মঘটের ডাক দিয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন তল্লাশি চৌকিতে বিক্ষোভ দেখাতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

    নাবলুস শহরে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী । তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি তারা।

    ২০২৩ সালের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৬১ জনে দাঁড়িয়েছে।

    মাহফুজা ২২-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর