৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মারা গেলেন চার মুসল্লি

    গাজীপুরের টঙ্গীতে বিশ্বইজতেমার দ্বিতীয় পর্বে মারা গেছেন আরও চার মুসল্লি। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

    মারা যাওয়া মুসল্লিরা হলেন, ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান, গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান ,  গাইবান্ধার শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল  ও   সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম  ।

    বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম বলেন, শুক্রবার এশার নামাজের সময় জিকির করছিলেন এসময় হঠাৎ অচেতন হয়ে মারা যান ইজতেমায় যোগ দিতে আসা ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় আব্দুল হান্নান ।সেদিন রাত ১১টায় টঙ্গীর ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান। শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল ও সাভারের বাসিন্দা মফিজুল ইসলাম মারা যান ।তাদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে।

    এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম ।ময়দানে তার জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

    এর আগে, ইজতেমার প্রথম পর্বে ৭ মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন নরসিংদীর মনোহরদী থানার মাসিমপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবি, চট্টগ্রামের রাউজান থানা সদরের আবদুর রশিদের ছেলে আবদুর রাজ্জাক, খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মুফাজ্জল হোসেন খান, গাজীপুরের আবু তৈয়ব ওরফে আবু তালেব, সিলেটের নুরুল হক, মুন্সীগঞ্জের আক্কাস আলী এবং ঢাকার বংশালের কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে আনিসুর রহমান।

    মাহফুজা ২১-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর