১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    টস জিতে ফিল্ডিং নিলেন বাংলাদেশের অধিনায়ক; ব্যাটিংয়ে ভারত

    টানা তৃতীয়বার টস জিতলেন লিটন দাশ। এবার টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতকে।

    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের শেষ ওয়ানডে শুরু হয়েছে  দুপুর ১২টায়।

    বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে এসেছেন ইয়াসির আলী রাব্বী। এছাড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে নেওয়া হয়েছে। ভারতীয় দলেও দুটি পরিবর্তন আনা হয়েছে। রোহিত শর্মার পরিবর্তে খেলছেন ইশান কিশান। দীপক চাহারের জায়গায় খেলছেন কুলদ্বীপ যাদব।

    বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে ৩২টি। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে ১৬ বার। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে তিনবার, নিউ জিল্যান্ডকে দুইবার ও পাকিস্তানকে একবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে। এছাড়া জিম্বাবুয়েকে সর্বোচ্চ পাঁচবার হোয়াইটওয়াশ করার রেকর্ডও আছে। তবে ভারতকে হোয়াইটওয়াশ করতে পারলে তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য হবে বলেই মনে করছেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট।

    হোয়াইটওয়াশ অসম্ভব নয়। তবে ভারতের বিপক্ষে টানা ম্যাচ জিততে নিজেদের স্নায়ু স্থির রাখার পাশাপাশি সেরা ক্রিকেট খেলতে হবে। চলতি বছর দক্ষিণ আফ্রিকা সফরে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    ২০১৫ সালে মোস্তাফিজুর রহমানের বোলিং ঝলকে ভারতকে এর আগেও ওয়ানডে সিরিজ হারানোর রেকর্ড আছে।

    বাংলাদেশ ওই সিরিজেও প্রথম দুই ম্যাচ জিতেছিল পারেনি শেষ ওয়ানডেতে। সিরিজ শেষ করেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত ২-১ ব্যবধানে হার নিয়ে ।

    এই ম্যাচটি জিততে পারলে প্রথমবারের মতো ভারতকে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে লিটন দাসের দল ।

    ২০১৫ সালে মিরপুরে সিরিজের ৩টি ম্যাচই হয়েছিল । প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জেতে ৭৯ রানে, পরেরটিতে জয় ৬ উইকেটের। তবে শেষ ওয়ানডেতে টাইগারদের ৭৭ রানে হারিয়ে দেয় ধোনির দল ভারত।

    বাংলাদেশ অবশ্য এবারের সিরিজটিতে এত সহজে জয় পায়নি । প্রথম ম্যাচে ১ উইকেটের জয় পায় রুদ্ধশ্বাস লড়াইয়ের পর স্বাগতিকরা ছড়িয়েছে প্রবল উত্তেজনা দ্বিতীয় ম্যাচও । শেষ বলে এসে ৫ রানের জয় পায় বাংলাদেশ ।

    ২০১৫ সালে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ তবে এবার ভালো সুযোগ এসেছে লিটন বাহিনীর সামনে। বড় ধাক্কা খেয়েছে ভারত দল এরই মধ্যে চোট পেয়ে ফিরে গেছেন তিন ক্রিকেটার সহ অধিনায়ক রোহিত শর্মা।

    মাহফুজা ১০-১২

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর