১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ইতালিতে ভূমিধসে নিহত এক;নিখোঁজ ১২ জন 

    ইতালিতে ভারী বর্ষণের পর ভূমিধসে মারা গেলেন একজন। এখন পর্যন্ত নিখোঁজ আছেন ১২ জন।

    শনিবার ইসচিয়া দ্বীপ সংলগ্ন উপকূলীয় এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে।

    আল-জাজিরা জানায়, ছয় ঘণ্টার ব্যবধানে ১৫৫ মিলিমিটার  বৃষ্টির পর এই ভূমিধস হয়। এতে ভেসে গেছে বহু গাছপালা, ঘরবাড়ি ও গাড়ি।  মাটির নিচে চাপা পড়া অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া, নিখোঁজ ব্যক্তিদের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

    স্থানীয় বাসিন্দা লিসা মোকিয়ারো জানান, ভোর ৩টায় তারা বজ্রপাতের বিকট আওয়াজ শুনতে পান এবং এরপর প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। ভোর ৫টায় ঘণ্টা দুয়েক পর দ্বিতীয় দফায় ভূমিধসের ঘটনা ঘটে।

    ভূমিধসের ঘটনার মোট মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি তাৎক্ষণিক আট জনের মৃত্যুর খবর জানান। তবে পরে তিনি বলেন, কারও মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু ১০ থেকে ১২ জন নিখোঁজ আছেন।

     

    মাহফুজা ২৭-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর