১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার রাশিয়ার

    রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয়  শহর খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বুধবার ইউক্রেনীয় বাহিনীর প্রবল আক্রমণের মুখে সেনা প্রত্যাহার করা হয়ে বলে জানিয়েছে বিবিসি।

    বুধবার  টেলিভিশনে দেয়া এক বক্তব্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ডিনিপ্রো নদীর ওপার থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন।

    বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন বলেছেন, শহরটি রসদ সরবরাহ বজায় রাখা আর সম্ভব নয়।

    গেল ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ওই সময় থেকে ইউক্রেনের কেন্দ্রীয় শহরগুলোর মধ্যে একমাত্র খেরসনই ছিল রুশদের দখলে। খেরসন থেকে রুশ সৈন্যদের প্রত্যাহারের অর্থ হলো, নিপার নদীর পশ্চিম তীরে অবস্থিত ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়ার সৈন্য মুক্ত হওয়া। এর ফলে ইউক্রেন যুদ্ধ ভিন্ন দিকে মোড় নিতে পারে আশা করা হচ্ছে।

    মাহফুজা ৯-১১

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর