১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    প্রধানমন্ত্রীকে নিয়ে ‘উসকানিমূলক’ বক্তব্য দেয়ার অভিযোগে সুলতানা আহম্মেদ দুদিনের রিমান্ডে

    প্রধানমন্ত্রীকে নিয়ে ‘উসকানিমূলক’ বক্তব্য দেয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদের দুদিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছেন ।

    রোববার তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    সুলতানা আহম্মেদ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক।

    রোববার  পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। তার মামলার জেরে সকালেই গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে র্্যাব।

    ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর’ বক্তব্য দেন সুলতানা। এছাড়া দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা অবনতিসহ স্বাধীনতা যুদ্ধ ও বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বক্তব্য দেন তিনি।

    মাহফুজা ৬-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর