৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ফরিদপুরে বিলবোর্ড  ভেঙে পড়ল দুই বাসের ওপর

    ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সোমবার (২৪ অক্টোবর, ২০২২) রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে বিশালাকৃতির একটি বিলবোর্ড ভেঙে দুটি বাসের ওপর পড়ে।

    এ সময় বাসের ভেতরে থাকা চালক-সহকারীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন স্থানীয়রা।

    স্থানীয়রা জানায়, সোমবার রাতে ঝড়ের সময় বিশাল আকৃতির বিলবোর্ডটি বাস দুটি ওপর আছড়ে পড়ে। এতে কেউ হতাহত না হলেও বাস দুটির ক্ষতি হয়েছে।

    ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য ইতোমধ্যেই রোড অ্যান্ড হাইওয়েকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিলবোর্ড সরাতে কয়েকদিন আগে সময় বেঁধে দিয়ে মাইকিংও তারা করেছেন।

    নির্দিষ্ট সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড না সরালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর