কর্ণফুলী নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং জাহাজডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।
শনিবার সকালে কর্ণফুলী নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ।
উদ্ধার করা মরদেহ দুটি ভোলার চরফ্যাশনের দক্ষিণ চর আইসা গ্রামের আবদুল মোতালেব ও জাহাজের গ্রিজার প্রদীপ চৌধুরীর ।
ওসি আরও বলেন, বুধবার দিনগত রাত থেকে বৃস্পতিবার বিকেল পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। আজ বাকি দুজনের মরদেহ উদ্ধারের পর নিখোঁজ সাতজনের মরদেহ উদ্ধার হলো। অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
গত বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার করা মরদেহ পাঁচটি হলো- জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, শিপ অফিসার সাইফুল ইসলাম, ডকের কর্মচারী রহমত উল্লাহ ও ফিশ অফিসার জহির উদ্দিন।
উদ্ধার করা মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসি মোহাম্মদ একরাম উল্লাহ জানান ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো পরিবারের কাছে দেয়া হবে।
মঙ্গলবার দিনগত রাত দেড়টায় কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ডে তোলার সময় ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভ্যাসেলটি ইঞ্জিন বিকল হয়ে দুই নম্বর বয়ার সঙ্গে লেগে দুর্ঘটনায় পড়ে ডুবে যায়।
মাহফুজা ১৫-১০