১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    ফরিদপুরে হাতকড়া পরা অবস্থায় পালালো আসামি

    ফরিদপুরের নগরকান্দা থানা হাজত থেকে আদালতে নেয়ার সময় তোরাপ পাটোয়ারী  নামে এক আসামি হাতকড়াসহ পালিয়েছেন।

    সোমবার দুপুর ২টার সময় তোরাপ পাটোয়ারী  নামে এক আসামি পালিয়ে যায় এবং তার বাবার নাম রুস্তম পাটোয়ারী। বাড়ি কুমিল্লা হলেও আসামী তোরাপ  নগরকান্দার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।

    পুলিশ জানায় রোববার বিকেলে সদরবেড়া থেকে গাঁজাসহ তোরাপকে আটক করে পুলিশ। সোমবার দুপুরে নগরকান্দা থানা থেকে তাকে পুলিশের গাড়িতে করে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় তোরাপ গাড়ি থেকে কৌশলে হাতকড়াসহ নেমে দৌড়ে পালিয়ে যান।

    নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ‘এ রকম খবর জানতে পেরেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানাতে পারব।’

    ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ‘আসামি পালানোর ঘটনা সত্য। তাকে ধরার চেষ্টা চলছে।

    মাহফুজা ৪-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর