১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন; ৫২৫ জন হাসপাতালে

    সারা দেশে দিন দিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা।  সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। গেল  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। ৫২৫ জন হাসপাতালে ভর্তি হন।

    ১ অক্টোবর দেশে এক দিনে সর্বোচ্চ ৬৩৫ ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এ নিয়ে সারা দেশে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৪৪ জনে। এ বছরে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৬১ জন মারা গেছেন ।

    সোমবার ৩ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫২ জন। ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৮২০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৬১৫ জন।

    মাহফুজা ৩-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর