১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এখনও ৩জন

    পঞ্চগড়ের  করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ষষ্ঠ দিনের মত উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের লোকজন।

    দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক শেখ মাহাবুবুল আলম জানান শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ।

    ২৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে শতাধিক যাত্রী নিয়ে নৌকা ডুবি  হয়। ঘটনার দিন থেকে বুধবার রাত পর্যন্ত উদ্ধার করা হয় ৬৯টি মরদেহ।

    মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে (ইউপি) খোলা তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন।  তারা হলেন- বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সুরেন, দেবীগঞ্জ উপজেলার ছত্রশিকারপুর এলাকার ভূপেন এবং পঞ্চগড় সদরের ঘাটিয়ারপাড়া এলাকার জয়া রানী।

    সব লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশনা রয়েছে বলে জানান  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শেখ মাহাবুবুল আলম ।

    মাহফুজা ৩০-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর