৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বৃষ্টি হতে পারে সব বিভাগে

    চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়।  একই সঙ্গে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। এছাড়াও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

    শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার এ পূর্বাভাস জানায়  আবহাওয়া অধিদপ্তর।ঢাকায় বাতাসের গতি থাকবে দক্ষিণ-পূর্ব দিকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিলো সকাল ৬টায় ৮৯ শতাংশ।

    এদিকে বৃষ্টির ক্ষেত্রে বলা হয় তেতুলিয়ায় ৭৪ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টি হয়েছে।  সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী ও রংপুরের সৈয়দপুরে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তেতুলিয়া ও চট্টগ্রামের সনদ্বীপে ২৪ দশমিক ৮ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা ।

    পরবর্তী তিনদিন এ পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানায় সংম্লিষ্ট অধিদপ্তর।

    মাহফুজা ২৩-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর